গাঁজা ছাড়া চাকা চলেনা! - বরিশাল পিপলস
রাত ৩:০৭ ; শনিবার ; ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×




গাঁজা ছাড়া চাকা চলেনা!

বরিশাল পিপলস
১০:৩৪ অপরাহ্ণ, মে ৪, ২০২০

শাকিব বিপ্লবঃ প্রখর রৌদ্রে রিকক্সা টেনে যাচ্ছে, নাম তার শেখ রাইসুল ইসলাম। গায়-গতরে সুঠাম দেহের অধিকারী ৩৭ উর্ধ্ব এই যুবক যে শক্তিমান তা সহসাই অনুমান করা যায়। গুনগুনিয়ে গানের তালে রিকক্সার প্যাটেল চেপে চলার মাঝে রসিকতার ছাপ মেলে। সেই রিকসা চালকের যাত্রী হলাম স্বয়ং আমি, সাথে ছিলো বরিশাল মিডিয়ার তরুন এবং দক্ষ কম্পিউটার ইন চার্জ প্রথম সকাল পত্রিকার। একটি অনলাইন পোর্টালের সংবাদ তৈরী করে তা দ্রæত পাঠিয়ে সদর হাসপাতাল সড়কে যাওয়ার তাগিদে বেড়িয়ে পড়লাম সেই দুপুরে কাউনিয়ার জানুকিসিংহ সড়কের ফ্ল্যাট থেকে।
রিকসাচালকের মুখবয় দেখেই পরিচিত মনে হলো, একদিন রাতে অফিস থেকে বাড়ি ফিরতে তার যাত্রী হয়েছিলাম সেই সূত্র ধরে। সেদিনের কথা স্মরন করে দিতেই হাসির ছলে বলে উঠলেন হ্যাঁ ভাই চিনতে পারছি। স্বল্প পথযাত্রায় শুরু হলো কথোপকথন। করোনা দূর্যোগে লকডাউন বরিশাল, কীভাবে যাচ্ছে দিন, চলছে সংসার? প্রতি উত্তরে রাইসুল হতাশ নয় বরং অট্টহাসি দিয়ে বললো রাখে আল্লাহ মারে কে! ত্রান দিচ্ছে শুধু শুনি কিন্তু একমুঠো চালও কেউ দুয়ারে নিয়ে আসেনি। তাই বলে অভুক্ত নয় নিজে, সাথে পরিবার-পরিজন।
ক্ষোভের রেশ টেনে বললো, যারা ত্রান দিচ্ছে সেই জনপ্রতিনিধিরাই সময়মতো আহার গ্রহন করতে পারছে না ব্যাস্ততায়। বোঝাতে চাইল কারও অঘাত ক্ষমতা ও অর্থবিত্ত থাকলেও খেতে পারছে না, এটাই বিধাতার লীলা খেলা। সে তুলনায় দরিদ্র জনগোষ্ঠী যেভাবেই হোক তিনবেলা খাচ্ছে সময়মতো। হয়তো ত্রানের চাল, নয়তো কায়িক শ্রম দিয়ে সংগ্রামী জীবনে নতুন বাস্তবতায় বাঁচার লড়াই করতে হচ্ছে। অনুরূপ রিকসা চালিয়ে যা জুটছে তা খেয়ে কীর্তনখোলা নদীর ওপারে কয়লাঘাটে বসতি গেড়ে যে দিন বিগত হচ্ছে সেদিনটিই ভালো যাচ্ছে। আগামীর চিন্তা নেই।
দুই সন্তানের মধ্যে এক কন্যা ও এক পুত্রসহ স্ত্রী সাথে আছে মা জননী। এই পাঁচ জনের সংসারে এই রিকসাই হচ্ছে উপার্জনের সম্বল। কিন্তু তিন চাকার এই রিকসা শুধু তার দৈহিক শক্তির জোরে চলে না। আছে শক্তিবর্ধক টনিক। কী সেই রহস্যময় দাওয়াই যা খেলে রিকসার প্যাটেল ঘোরে দুরন্ত গতিতে? আবার হাসি, দিয়ে বললো ভাই আপনি বড়ই চালু মাল। বললাম কেনো? উত্তরে আভাস দিলো তার লাল চোখ দেখে আমি যা ভেবেছি মিথ্যে নয়। অকপটে স্বীকার করলো দুইবেলা দুইয়ে দুইয়ে চারটি গাঁজাভর্তি সিগারেটের শলা টান দিলেই দেহ মনে শক্তি পায়। মন-মানসিকতা চলে যায় সুখী মানুষের ন্যায় ভিন্ন এক ভ‚বনে । যা বর্ণনায় বোঝানো যাবেনা কী সুধা আছে এই তামাক অর্থাৎ গাঁজা।
রাইসুলের ভাষায় গাঁজা খেলেই রিকসার গতি বেড়ে যায়, আপন মনে পিচ ঢালা এই সড়ক ধরে গন্তব্যে পোঁছে যায় অচেনা পথিক তার যাত্রী। পাঁচ মিনিটের যাত্রাপথ বাক্য আদান-প্রদানে এতটাই আপন মনে করে রসিকতার আলোকে বললো ভাই লাগবে নাকি এই টনিক? বললাম লাগবে না, এমনিতেই অনেকে আমাকে এই ধারার সেবনকারী হিসেবে মনে করে এই ভগ্ন দেহখানি দেখে। তুমিতো খাও আর আমি না খেয়েও উপাধি নিয়েই চলছি বরিশাল মিডিয়ায় সর্বাপ্রেক্ষা আর্থিক দুর্বলতা নিয়ে। সেখানেই আমার আফসোস্।
রাইসুল বললো ধুত্তুরি মিয়া! আপনি পোশাক আশাকে আপাদমস্তক স্মার্ট হলেও বাস্তবাদী নয়। ওর একথায় ভীমড়ি খেয়ে গেলাম, সঙ্গী হাফিজ স্বাধীন হাসতে লাগলো পাগলের পাগলামি দেখে এবং তার সাথে সুর মিলানোর কারনে। সহকর্মীকে চুপিসারে বললাম ওর কাছ থেকে গাঁজার আস্তানা বের করতে হবে। এই করোনা দুর্যোগে যেখান মানুষ ভাত পাচ্ছে না, সেখানে গাঁজা মেলে কোথা থেকে! পাওয়া গেলো সে তথ্য। ওর সরল উক্তি, গাড়ির তেল নেয়ার মতো পাম্পে না গিয়ে কেডিসি তে গিয়ে ক্লান্তি অবসানে গাঁজার আসরে নিজেকে মিলিয়ে দেই, ভুলে যাই আর্থিক অনটন ও জীবনের বাস্তবতা।

রিকসাচালক যুবক আমার নমনীয় মানসিকতা দেখে উক্তি ছুঁড়ে দিলো, কে কী বলে ধার ধারিনা। গাঁজা হচ্ছে এমন এক টনিক যা বেঈমানি করে না। সবাই ছেড়ে গেলেও ও আমাকে ছাড়েনা। গাঁজা আছে বলেই তিন চাকা চলে দুরন্ত গতিতে। আইনশৃঙখলা বাহিনীর ভয় দেখালাম। কিন্তু ও তা তোয়াক্কা করেনা-সেবন করি, বিক্রিতো করিনা, এমন দাবী জানানোর শেষান্তে গন্তব্যে পৌঁছানোর পর কৌশলের আশ্রয় নিয়ে বললাম রাইসুল তুমি যখন বন্ধু হলে তখন তোমার একটি ছবি তুলি। ফেসবুকে পোস্ট করি। শিক্ষার মাপকাঠি না থাকলেও ও বুঝে গেছে পাবলিক প্লেস ফেসবুকে ছবি দিলে মান-সম্নানের হানি ঘটবে। হাসি দিয়ে ভাড়ার টাকা নিয়ে সটকে পড়ার মুহুর্তে নিজের ক্যামেরায় ধারন করলাম রাইসুলের ছবি । কিন্তু চাতুরতায় মুখ ঘুরিয়ে নিয়ে আমাকেই বললো পাগলের পাল্লায় পড়েছি, দৌড়াই…………….।

আন্তর্জাতিক, রাজনীতি, লিড নিউজ




আপনার মতামত লিখুন :




এই বিভাগের আরো সংবাদ




আমাদের ফেসবুক পেজ

সম্পাদক ও প্রকাশক: মাসুদ রানা
ব্যবস্পাপনা সম্পাদক: কামাল সরদার (মুন্না)

ঠিকানা: জাহানারা মঞ্জিল, কবি নজরুল ইসলাম

সড়ক, নথুল্লাবাদ ( বাস-টার্মিনাল’র দক্ষিনপাশে) বরিশাল।
মোবাইলঃ 01718666126
ই-মেইলঃ masud.journalsit24@gmail.com

ই-মেইল: barisalpeoples@gmail.com
টপ
  বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ, প্রতারক চক্রের সদস্য কাজী কারাগারে   বিজয়ের পথে শেখ হাসিনা, পরাজিত হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি..!!!   নাশকতার নতুন ফাঁদ, মহাসড়কে ধারালো লোহার পাতে বিকল যানবাহন   কাশিপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত,পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ   বদলীর চাদরে ঢাকা পড়েছে মামুন মাহমুদের দুর্নীতি   বরিশালে দানবীর হাজী মহসিন’র নাম সরিয়ে ‌‌‍‌‌”ডিসি মার্কেট‌”, জনমনে ক্ষোভ   বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র ইফতার মাহফিল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী   ঢাকায় দেড় মিনিটের কিলিং মিশন,দুইজন খুন!!   বরিশাল মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছে নার্সরা   শিক্ষার্থীদের ছুটি, বিদ্যালয়ে প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন   তিনদিন ঘুরেও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র সাথে দেখা করার সিডিউল মেলেনি এক তরুন বিজ্ঞানীর!!   মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি শিপু-সম্পাদক সুমন   চরমোনাই ওয়াজ শুনতে যাওয়ার পথে ট্রলার ডুবি,৩ মুসল্লির মৃত্যু!!   বরিশালে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিরূদ্দেশ হওয়া দুই কিশোরীর   ‘যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নিই’-মুসকান খান   মেহেন্দিগঞ্জে ভোটের মাঠে ফের সন্ত্রাস, ধানের শীষ প্রার্থীর ভাই আহত   বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চালু হলো ৪ জটিল রোগের বহিঃবিভাগ   বিএমএসএফ অফিসে হামলা ও সাংবাদিক লোকমান’র হাজতবাস’র ঘটনায় প্রতিবাদ সভার আহবান   বরিশালে কাঠ মিস্ত্রি দিপু হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন   সাংবাদিকদের জাতীয় পরিষদ গঠন, অত:পর সন্ত্রাসী হামলা!!!