বানারীপাড়ায় সেই পুলিশ'র অনন্য দৃষ্টান্ত - বরিশাল পিপলস
সন্ধ্যা ৭:০০ ; শুক্রবার ; ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×




বানারীপাড়ায় সেই পুলিশ’র অনন্য দৃষ্টান্ত

বরিশাল পিপলস
১১:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২০

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ।। বরিশালের বানারীপাড়ায় সেই মানবিক পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম এক মানসিক প্রতিবন্ধীর হাত-পায়ের নখ কেটে দিয়ে আবারও প্রমাণ করলেন মানুষ মানুষেরই জন্য। খোকন নামের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধি যুবক দীর্ঘ দিন ধরে বানারীপাড়া পৌর শহরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছে। দীর্ঘদিনেও হাত পায়ের নখ ও চুল না কাটা,দাঁত না মাজা ও গোসল না করা সহ নানা অনিয়মের ফলে তার শরীরে রোগ জীবানু ছড়ানোর পাশাপাশি অন্যকেও সংক্রমিত করার আশংকা দেখা দেয়। এ বিষয়টি নজরে পড়ে বানারীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলামের। তিনি মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী খোকনকে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে পেয়ে নিজ হাতে পরিবারের সদস্যদের মতো পরম যতেœ তার হাত-পায়ের নখ কেটে দেন। এছাড়া তার চুল কাটা, নতুন পোশাক ও পেষ্ট ব্রাশ ক্রয়ের ব্যবস্থা করে দেন তিনি। এ প্রসঙ্গে মানবতার ফেরিওয়ালাখ্যাত বানারীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন প্রতিবন্ধী খোকন নোংরাভাবে চলাফেরা করায় শুধু তার নিজের শরীরেই রোগ জীবানু ছড়ানোর আশংকা সৃষ্টি করেনি,তার শরীর থেকে অন্যদের শরীরেও সংক্রমণ ছড়াতে পারতো। ফলে তাকে রোগজীবানুর হাত থেকে রক্ষা করতে এ উদ্যোগ। তিনি আরও বলেন প্রতিবন্ধী খোকনতো আমার ভাই কিংবা স্বজনও হতে পারতো। প্রসঙ্গত বানারীপাড়া থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম করোনাভাইরাসে মৃত্যু হলে তাদের লাশ দাফনের জন্য ১৭ শতক জমি দান করেছেন। তার নিজবাড়ি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি ইউনিয়নের দেউলি গ্রামের মরহুম ইসমাইল সিকদার কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্য’রা কবর স্থানের জন্য এ জমি দান করেন। এছাড়া তিনি বানারীপাড়ায় করোনাভাইরাসের বিস্তৃতি রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী এবং শিশুসহ কর্মহীনদের অলস সময়পার করতে ধর্মীয়গ্রন্থ ও খেলার সামগ্রী বিতরণ করে,কখনও গ্রামের চলাচল অনুপযোগী রাস্তার ঝোপঝাড় পরিস্কার করে চলাচল উপযোগী করে দিয়ে,কখনও সড়ক দূর্ঘটনায় পা হারানো যুবককে হাঁসের খামার ও প্রতিবন্ধী যুবককে মুরগীর খামার করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আবার কখনও শতবর্ষী অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ ও নিজের রেশনের চাল-ডাল-তেল ও চিনি দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসব কাজ করে তিনি এলাকায় একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বমহলে প্রশংসা ও সুনাম কুড়িয়েছেন। উল্লেখ্য এ এস আই জাহিদুল ইসলাম তার এ মানবিক গুনাবলীর কারণে ৭ বার বরিশাল জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হন।

ইসলাম ও জীবন, বরিশাল, লিড নিউজ




আপনার মতামত লিখুন :




এই বিভাগের আরো সংবাদ




আমাদের ফেসবুক পেজ

সম্পাদক ও প্রকাশক: মাসুদ রানা
ব্যবস্পাপনা সম্পাদক: কামাল সরদার (মুন্না)

ঠিকানা: জাহানারা মঞ্জিল, কবি নজরুল ইসলাম

সড়ক, নথুল্লাবাদ ( বাস-টার্মিনাল’র দক্ষিনপাশে) বরিশাল।
মোবাইলঃ 01718666126
ই-মেইলঃ masud.journalsit24@gmail.com

ই-মেইল: barisalpeoples@gmail.com
টপ
  বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ, প্রতারক চক্রের সদস্য কাজী কারাগারে   বিজয়ের পথে শেখ হাসিনা, পরাজিত হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি..!!!   নাশকতার নতুন ফাঁদ, মহাসড়কে ধারালো লোহার পাতে বিকল যানবাহন   কাশিপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত,পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ   বদলীর চাদরে ঢাকা পড়েছে মামুন মাহমুদের দুর্নীতি   বরিশালে দানবীর হাজী মহসিন’র নাম সরিয়ে ‌‌‍‌‌”ডিসি মার্কেট‌”, জনমনে ক্ষোভ   বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র ইফতার মাহফিল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী   ঢাকায় দেড় মিনিটের কিলিং মিশন,দুইজন খুন!!   বরিশাল মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছে নার্সরা   শিক্ষার্থীদের ছুটি, বিদ্যালয়ে প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন   তিনদিন ঘুরেও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র সাথে দেখা করার সিডিউল মেলেনি এক তরুন বিজ্ঞানীর!!   মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি শিপু-সম্পাদক সুমন   চরমোনাই ওয়াজ শুনতে যাওয়ার পথে ট্রলার ডুবি,৩ মুসল্লির মৃত্যু!!   বরিশালে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিরূদ্দেশ হওয়া দুই কিশোরীর   ‘যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নিই’-মুসকান খান   মেহেন্দিগঞ্জে ভোটের মাঠে ফের সন্ত্রাস, ধানের শীষ প্রার্থীর ভাই আহত   বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চালু হলো ৪ জটিল রোগের বহিঃবিভাগ   বিএমএসএফ অফিসে হামলা ও সাংবাদিক লোকমান’র হাজতবাস’র ঘটনায় প্রতিবাদ সভার আহবান   বরিশালে কাঠ মিস্ত্রি দিপু হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন   সাংবাদিকদের জাতীয় পরিষদ গঠন, অত:পর সন্ত্রাসী হামলা!!!