বরিশালে মুক্তিযোদ্ধার ভুয়া সনদে ব্যাংকে চাকরি - বরিশাল পিপলস
রাত ১:৫৪ ; শুক্রবার ; ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×




বরিশালে মুক্তিযোদ্ধার ভুয়া সনদে ব্যাংকে চাকরি

বরিশাল পিপলস
১২:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

ইসমাইল চৌধুরী : বরিশালে জালজালিয়াতিতে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তৈরি করে ছেলেকে ব্যাংকে চাকুরী দিলেন মনির খলিফা নামের এক প্রতারক। তার বাড়ি বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের ধানগবেষনা রোড এলাকায়। জালিয়াতির হোতা মনির খলিফাও ব্যাংকে চাকুরী করতেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। রাজধানী ঢাকায় চাকুরীকালীন অবস্থায় তিনি জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা বনে যান। অত:পর মুক্তিযোদ্ধা কোটায় তার ছেলে সোহেল কবিরকে সোনালী ব্যাংকে চাকুরী পাইয়ে দিতেও পারঙ্গম হন ধুরন্ধর প্রকৃতির এই ভুয়া মুক্তিযোদ্ধা মনির খলিফা। বর্তমানে তার ছেলে সোহেল কবির বরিশালের সোনালী ব্যাংক বাকেরগঞ্জ শাখায় কর্মরত রয়েছেন। এসব প্রসঙ্গে মনির খলিফার সাথে সেলফোনে আলাপকালে তিনি বলেন-আমি ভুয়া নই,প্রকৃত মুক্তযোদ্ধা। মুক্তিযোদ্ধা তালিকায় কত নাম্বারের সিরিয়ালে তার নাম এরকম প্রশ্নের উত্তরে তিনি কিংকতর্ব্যবিমূঢ় হয়ে পড়েন। একপর্যায়ে বলেন-সিরিয়াল নাম্বার ৫৫৪। এ বিষয়ে বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে আলাপ করলে তারা বরিশালে মুক্তিযোদ্ধাদের সকল তালিকা যাছাই বাছাই করেন। কিন্তু কোথায়ও মনির খলিফার নাম নেই। আর ৫৫৪ সিরিয়াল নাম্বারের তালিকায় মুক্তিযোদ্ধা অপর এক ব্যক্তি। এরপর বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন-মনির খলিফা নামের ওই ব্যক্তি ভুয়া মুক্তিযোদ্ধা। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদের মহানগর শাখার সাধারন সম্পাদক মানিক প্রতারক মনির খলিফাকে সেলফোনে জানতে চান-আপনি যে মুক্তিযোদ্ধা এরকম কোন ডকুমেন্টতো নেই, সেক্ষেত্রে আপনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সমগ্র মুক্তিযোদ্ধা তথা জাতিকে বিভ্রান্ত করছেন। মুক্তিযোদ্ধা সংসদের কোন প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি প্রতারক মনির খলিফা। বিভিন্ন সূত্রের অভিযোগ-মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জালিয়াতি চক্রের সাথে মনির খলিফার গভীর সখ্যতা রয়েছে। জালিয়াতি চক্রের তিনি অন্যতম সদস্য। চাকুরীকালীন সময়ে নিজে জালিয়াতির আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধা বনে যাওয়ার পাশাপাশি মোটা অঙ্কের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরি করে দিতে প্রলুব্ধ করেছেন বলে অসমর্থিত সূত্রের ভাষ্য। ওদিকে বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বশীল নেতৃবৃন্দ মনির খলিফা যে ভুয়া মুক্তিযোদ্ধা এহেন বিষয়টি নিশ্চিত হওয়ার পর নানা কায়দায় কৌশলীপন্থায় নিজেকে রক্ষায় বিভিন্নস্থানে দৌড়ঁঝাপ শুরু করার খবর মিলেছে। বৃহস্পতিবার ২০ আগস্ট পূনরায় মনির খলিফার সেলফোনে এ প্রতিবেদক তার সিরিয়াল নাম্বার জানতে চাইলে বলেন-আমি মুক্তিযোদ্ধা। আমার কাছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট রয়েছে। তবে এ মুহুর্তে আমার সিরিয়াল নাম্বার স্মরন নেই। ২৪ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর হোসেন বিষয়টি ভালো বলতে পারবেন,কারণ তিনি আমার কমান্ডার। নিজের ছেলে সোহেল কবিরকে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী পাইয়ে দেয়ার সত্যতা স্বীকার করে বলেন-আমি যে মৃক্তিযোদ্ধা সেসবের প্রমাণ আমার সংরক্ষনে রয়েছে। বৈধভাবেই আমি মুক্তিযোদ্ধা। সুতারং এরমধ্যে কোন ফাঁকফোকর নেই। আপনি কোন সেক্টরে কার অধীনে কোন কোন স্থানে মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধ করেছেন এরকম প্রশ্নের কোন ধরণের সদুত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন- আমার স্থানীয় ২৪ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর হোসেনকে নিয়ে আমি পত্রিকা অফিসে আসব। এবং মুক্তিযোদ্ধা সংসদেও কয়েকদিন পর স্থানীয় কমান্ডার আলমগীর হোসেনকে নিয়ে গিয়ে আমি যে প্রকৃত মুক্তিযোদ্ধা বিষয়টির প্রমাণ করব। পরবর্তীতে ২৪ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর হোসন এর সেলফোনে মনির খলিফা প্রকৃত নাকি ভুয়া মুক্তিযোদ্ধা এরকম প্রশ্ন করলে কোন প্রশ্নের উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ২০ আগস্ট আবারো বক্তব্যের জন্য স্থানীয় কমান্ডার আলমগীর হোসেন এর সেলফোনে ডায়াল করলে প্রথমে ফােন রিসিভ করেন। এবং কোন কথা না বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর অসংখ্যবার তার সেলফোনে ডায়াল করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে। অপরদিকে ভুয়া সনদদারী মুক্তিযোদ্ধা মনির খলিফা’র বিরুদ্ধে এর বাইরেও রয়েছে অন্তহীন অভিযোগ। এলাকার শান্তিপ্রিয় নারী পুরুষ তার দাপুটে অতিষ্ঠ। মনির খলিফা ও তার সাঙ্গপাঙ্গদের নানান অপকর্মের বিরুদ্ধে ইতোমধ্যে মুখ খুলতে শুরু করেছে। স¤প্রতি স্থানীয় আ: হালিম খলিফা বাদী হয়ে মনির খলিফার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। যার নং ১১,তারিখ ১১-০৫-২০২০। মামলার আসামীরা হলো- মো: মনির খলিফা, সাইফুল খলিফা, ঝন্টু খলিফা, সোহেল খলিফা, সোহাগ খলিফা, আলম খলিফাসহ অজ্ঞাতনামা আরো ৫/৬জন। মামলার অভিযোগে বলা হয়-বাদী পেশায় একজন ব্যবসায়ী। আসামীদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। আসামীরা বাদীর জমির পাশে টিনের একটি মাদ্রাসা তৈরি করে এবং মাদ্রাসার বাথরুম বাদীর জমির উপর নির্মাণ করে। মাদ্রাসার বাথরুম করার কারণে সেই জমি আসামীরা নিজ দখলে নেয়ার জন্য পায়তারা করতে থাকে। এবং আসামীরা বাদীকে তাদের কাছে স্বল্প দামে জমি বিক্রির কথা বলে হুমকী দিতো। একইসঙ্গে একা পেলে মেরে ফেলার হুমকী প্রদান করে আসামীরা। পরবর্তীতে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মো: আনিচুর রহমান শরীফ ও স্থানীয় লোকজনের মাধ্যমে শালিস মিমাংসা করা হলেও আসামীরা তাদের শালিস মিমাংসার লোকজনের কোন কথা না শুনে বাদীকে গালিগালাজ করে। উক্ত ঘটনার জের ধরে চলতি বছরের ১ মে বিকেলে ২৪ নং ওয়ার্ডের ধানগবেষনা রোডের খেয়াঘাট এলাকায় আসামীরা বাদীর পথরোধ করে বেধম মারধর করে। পাশাপাশি ওই সময়ে বাদীর কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় অপর একটি সূত্র জানায়- মনির খলিফা দুই মেয়েকেও মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী পাইয়ে দেন। এরমধ্যে এক মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে এবং আরেক মেয়েকে একটি বাড়ি একটি খামার প্রকল্পে চাকুরী করেন। মামলার বিষয়ে মনির খলিফা বলেন-আমার বিরুদ্ধে দায়েকৃত মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। মামলাটি আদালত কবে খারিজ করে দিয়েছেন এবং আদালত কর্তৃক খারিজের কোন কাগজপত্র আছে কিনা এরকম প্রশ্নের জবাবে বলেন-মামলাটি খারিজ হয়েছে,শুনেছি। তবে এখন পর্যন্ত আদালত কর্তৃক খারিজ প্রসঙ্গের কোন কপি হাতে পাইনি।

আইন-আদালত, লিড নিউজ




আপনার মতামত লিখুন :




এই বিভাগের আরো সংবাদ




আমাদের ফেসবুক পেজ

সম্পাদক ও প্রকাশক: মাসুদ রানা
ব্যবস্পাপনা সম্পাদক: কামাল সরদার (মুন্না)

ঠিকানা: জাহানারা মঞ্জিল, কবি নজরুল ইসলাম

সড়ক, নথুল্লাবাদ ( বাস-টার্মিনাল’র দক্ষিনপাশে) বরিশাল।
মোবাইলঃ 01718666126
ই-মেইলঃ masud.journalsit24@gmail.com

ই-মেইল: barisalpeoples@gmail.com
টপ
  বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ, প্রতারক চক্রের সদস্য কাজী কারাগারে   বিজয়ের পথে শেখ হাসিনা, পরাজিত হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি..!!!   নাশকতার নতুন ফাঁদ, মহাসড়কে ধারালো লোহার পাতে বিকল যানবাহন   কাশিপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত,পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ   বদলীর চাদরে ঢাকা পড়েছে মামুন মাহমুদের দুর্নীতি   বরিশালে দানবীর হাজী মহসিন’র নাম সরিয়ে ‌‌‍‌‌”ডিসি মার্কেট‌”, জনমনে ক্ষোভ   বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র ইফতার মাহফিল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী   ঢাকায় দেড় মিনিটের কিলিং মিশন,দুইজন খুন!!   বরিশাল মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছে নার্সরা   শিক্ষার্থীদের ছুটি, বিদ্যালয়ে প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন   তিনদিন ঘুরেও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র সাথে দেখা করার সিডিউল মেলেনি এক তরুন বিজ্ঞানীর!!   মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি শিপু-সম্পাদক সুমন   চরমোনাই ওয়াজ শুনতে যাওয়ার পথে ট্রলার ডুবি,৩ মুসল্লির মৃত্যু!!   বরিশালে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিরূদ্দেশ হওয়া দুই কিশোরীর   ‘যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নিই’-মুসকান খান   মেহেন্দিগঞ্জে ভোটের মাঠে ফের সন্ত্রাস, ধানের শীষ প্রার্থীর ভাই আহত   বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চালু হলো ৪ জটিল রোগের বহিঃবিভাগ   বিএমএসএফ অফিসে হামলা ও সাংবাদিক লোকমান’র হাজতবাস’র ঘটনায় প্রতিবাদ সভার আহবান   বরিশালে কাঠ মিস্ত্রি দিপু হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন   সাংবাদিকদের জাতীয় পরিষদ গঠন, অত:পর সন্ত্রাসী হামলা!!!