বরগুনায় পাওনাদারকে কুপিয়েছে দেনাদাররা - বরিশাল পিপলস
সকাল ৮:১৯ ; শুক্রবার ; ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×




বরগুনায় পাওনাদারকে কুপিয়েছে দেনাদাররা

বরিশাল পিপলস
৭:৫৬ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০

বিপ্লব আহমেদ,বিশেষ প্রতিনিধি : বরগুনা বেতাগী থানার ৭ নং সরীষামুড়ি ইউনিয়নের উওর ভোড়া গ্রামে পাওনা টাকা চাওয়ার জের ধরে এক সেনিটারী মিস্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।আহতের নামঃ বাচ্চু হাওলাদার সে ঐ গ্রামের বাসিন্দা ওয়ারেচ হাওলাদারের ছেলে।বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। আহতের স্বজনরা জানান, ঐ গ্রামের সেনিটারী মিস্ত্রী বাচ্চু হাওলাদার মাস কয়েক আগে তার রাখা চুক্তিমূলক টিউবয়েল বসানোর কাজ করা বাবদ আগাম ৭ হাজার টাকা দেয় একই গ্রামের ইউসুফ ফকিরের ছেলে সেনিটারী মিস্ত্রী কামাল ফকিরকে। পরে কিছু দিন তার সাইডের কাজ করে পালিয়ে গিয়ে গোপনে অন্য ঠিকাদারের আওতায় কাজ করে যাচ্ছিলো। বিষয়টি বাচ্চু জানতে পেরে কামালকে জিজ্জাসাবাদ করে কিন্তু সে অস্বীকার করে। পরে বিষয়টি হাতে নাতে প্রমান হলে বাচ্চু তার পাওনা টাকা কামালের কাছে ফেরৎ চায়। সে টাকা দিবে বলে মাসকে মাস বাচ্চুর সাথে তালবাহানা করে আসছে। এতে সে অতিষ্ঠ হয়ে স্থানীয় গন্য মান্য ব্যক্তিদের মাধ্যেমে সালিশ বৈঠকে বসে। তাদের সম্নুখে টাকা দেওয়ার ওয়াদা করে কামাল। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন মঙ্গলবার (৫ মে) সকালে বাচ্চু প্রতিদিনের ন্যায় তার কাজের সাইডে রওয়ানা হয়। পথিমধ্যে মায়ার হাটবাজারে কামালে সাথে দেখা হয়। বাচ্চু তার কাছে পাওনা টাকা ফেরৎ চাওয়া নিয়ে উভয়ের মধ্যে কথার কাটা কাটি হয়। এক পর্যায় কামালের ফুফাত ভাই স্থানীয় শীর্ষ সন্ত্রাসী মাদক ও সুদি ব্যবসায়ী জাফর মল্লিকের নেতৃত্বে কামাল ফকির তার ভাই বেল্লাল ফকির, রিপন ফকির, স্বপন ফকির ও জাফরের ছেলে ইমরান ও তার ভাইর ছেলে আসলাম সহ অজ্ঞাত আরো ৫/৬ জনে পূর্ব পরিকল্পিত ভাবে রাম দা,চাপাতি ও চাইনিচ কুঠাল দিয়ে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বাচ্চুকে উদ্বার করে তাৎক্ষনিক শেবাচিম হাসপাতালের সার্জারী ওয়াডে ভর্তি করে। আহত বাচ্চুর মাথার এক পাসের হাড় ভেঙ্গে প্রচন্ড রক্ত ক্ষরন হয়েছে বলে ঐ ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানান। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে প্রেরন করেছে। স্বজনরা আরো জানান ঘটনার সময় তার পকেটে থাকা নগট ৬০ হাজার ৫ শত টাকা, ১ টি স্বনের চেইন, ১ টি স্বনের আংটি ও ২ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। তারা আরো জানান সন্ত্রাসীরা আহতের পরিবারকে বিভিন্ন সময় জীবন নাসের হুমকি সহ অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে আসছে বলে স্বজনদের অভিযোগ।এছাড়াও তাদের সন্ত্রাসী কার্যকলাপে এলাকার মানুষ অতিষ্ঠ, তাদের ভয়ে এলাকার মানুষ মূখ খুলতে সাহস পায়না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।

আইন-আদালত, জাতীয়, জেলার খবর, বরগুনা, লিড নিউজ




আপনার মতামত লিখুন :




এই বিভাগের আরো সংবাদ




আমাদের ফেসবুক পেজ

সম্পাদক ও প্রকাশক: মাসুদ রানা
ব্যবস্পাপনা সম্পাদক: কামাল সরদার (মুন্না)

ঠিকানা: জাহানারা মঞ্জিল, কবি নজরুল ইসলাম

সড়ক, নথুল্লাবাদ ( বাস-টার্মিনাল’র দক্ষিনপাশে) বরিশাল।
মোবাইলঃ 01718666126
ই-মেইলঃ masud.journalsit24@gmail.com

ই-মেইল: barisalpeoples@gmail.com
টপ
  বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ, প্রতারক চক্রের সদস্য কাজী কারাগারে   বিজয়ের পথে শেখ হাসিনা, পরাজিত হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি..!!!   নাশকতার নতুন ফাঁদ, মহাসড়কে ধারালো লোহার পাতে বিকল যানবাহন   কাশিপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত,পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ   বদলীর চাদরে ঢাকা পড়েছে মামুন মাহমুদের দুর্নীতি   বরিশালে দানবীর হাজী মহসিন’র নাম সরিয়ে ‌‌‍‌‌”ডিসি মার্কেট‌”, জনমনে ক্ষোভ   বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র ইফতার মাহফিল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী   ঢাকায় দেড় মিনিটের কিলিং মিশন,দুইজন খুন!!   বরিশাল মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছে নার্সরা   শিক্ষার্থীদের ছুটি, বিদ্যালয়ে প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন   তিনদিন ঘুরেও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র সাথে দেখা করার সিডিউল মেলেনি এক তরুন বিজ্ঞানীর!!   মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি শিপু-সম্পাদক সুমন   চরমোনাই ওয়াজ শুনতে যাওয়ার পথে ট্রলার ডুবি,৩ মুসল্লির মৃত্যু!!   বরিশালে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিরূদ্দেশ হওয়া দুই কিশোরীর   ‘যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নিই’-মুসকান খান   মেহেন্দিগঞ্জে ভোটের মাঠে ফের সন্ত্রাস, ধানের শীষ প্রার্থীর ভাই আহত   বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চালু হলো ৪ জটিল রোগের বহিঃবিভাগ   বিএমএসএফ অফিসে হামলা ও সাংবাদিক লোকমান’র হাজতবাস’র ঘটনায় প্রতিবাদ সভার আহবান   বরিশালে কাঠ মিস্ত্রি দিপু হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন   সাংবাদিকদের জাতীয় পরিষদ গঠন, অত:পর সন্ত্রাসী হামলা!!!