একজন বৃদ্ধের সেবা করে উদাহরন সৃষ্টি করলেন শেবাচিম'র নার্স লিনকন - বরিশাল পিপলস
দুপুর ১:০৪ ; বৃহস্পতিবার ; ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×




একজন বৃদ্ধের সেবা করে উদাহরন সৃষ্টি করলেন শেবাচিম’র নার্স লিনকন

বরিশাল পিপলস
৯:১০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

বিপ্লব আহমেদ : “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি? মানুষ পেতে পারে না”। হাসপাতালে এক অসুস্থ বৃদ্ধাকে ভর্তি রেখে স্বাস্থ্য সেবা দেয়া ব্যক্তিগত অর্থায়নে পোশাক সহ বিভিন্ন খাবার সামগ্রী উপহার ও তার দায়িত্বভার নিয়ে সেই কন্ঠ শিল্পী ভূপেন হাজারিকার গানের কথার সাথে বাস্তবতা প্রমাণ করে দিলেন দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক সিনিয়র নার্স লিনকন দত্ত। গত তিন মাস ধরে সার্জারি সমস্যা নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন হতদরিদ্র বীরেন সাহা। সেই সুবাদে ওই ইউনিটে সাক্ষাতে পরিচয় হয় ওই ইউনিটের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স লিনকন দত্তের সাথে। তার সাথে আলাপকালে ধীরেন তার অর্থনৈতিক অবস্থার কথা লিনকন কে জানালে লিনকন সেই শুরু থেকেই ব্যক্তিগত অর্থ দিয়ে বিরেন কে চিকিৎসা সেবা দিয়ে আসেন তার প্রতিদিনের খাওয়া-দাওয়া শুরু করে তার ওষুধ কেনা সহ তার পরনে ভালো পোশাক না থাকায় তাকে পোশাক জুতা ও লুঙ্গি উপহার দেয়া সহ বিভিন্ন ফলমূল ও খাবার কিনে দেন তিনি। তার সেবায় বীরেন সাহা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তাই নার্স লিনকন এর প্রশংসায় বীরেন সাহা পঞ্চমুখ। সে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতন দি গ্রামের মৃত: অনিল চন্দ্র সাহার ছেলে। অভাব-অনটন সংসারে পরিবারের কথা ভেবে তিনি এখন পর্যন্ত বিয়ে করেননি। বীরেন সম্পূর্ণ সুস্থ হয়ে মঙ্গলবার (২৮ জুলাই) লিনকন এর কাছ থেকে বিদায় নেন।যাওয়ার আগে তার চোখের পানি দেখে লিনকন তার চোখের পানি ধরে রাখতে পারেনি। মনে হয় তার সাথে যুগ যুগ ধরে পরিচয় ছিল। কিংবা তার আত্মার সাথে বন্ধন রয়েছে। বিদায় বেলায় ও তাকে নগদ অর্থ প্রদান করে তার সাথে লোক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বীরেন বলেন, আমি কখনো এই ভালো মানুষটার কথা ভুলবো না আমাকে কেউ এরকম ভালবাসেনি। মনে হয়েছে সে আমাকে পিতার মতো ভালোবেসেছেন। আমি তার জন্য আজীবন প্রার্থনা করব। সে যেন ভালো থাকেন। আরো বড় মনের মানুষ হয়। লিনকন বলেন, কি করব অসহায় মানুষদের দেখলে খুব খারাপ লাগে। এরা কোথায় যাবে। তাই কিছু ভালো কাজ করার জন্য চেষ্টা করলাম মাত্র। কারণ পরপারে সবার যেতে হবে। তাই কিছু ভালো কাজ সবারই করা উচিত।

ইসলাম ও জীবন, লাইফ স্টাইল, লিড নিউজ, স্বাস্থ্য পরামর্শ




আপনার মতামত লিখুন :




এই বিভাগের আরো সংবাদ




আমাদের ফেসবুক পেজ

সম্পাদক ও প্রকাশক: মাসুদ রানা
ব্যবস্পাপনা সম্পাদক: কামাল সরদার (মুন্না)

ঠিকানা: জাহানারা মঞ্জিল, কবি নজরুল ইসলাম

সড়ক, নথুল্লাবাদ ( বাস-টার্মিনাল’র দক্ষিনপাশে) বরিশাল।
মোবাইলঃ 01718666126
ই-মেইলঃ masud.journalsit24@gmail.com

ই-মেইল: barisalpeoples@gmail.com
টপ
  বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ, প্রতারক চক্রের সদস্য কাজী কারাগারে   বিজয়ের পথে শেখ হাসিনা, পরাজিত হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি..!!!   নাশকতার নতুন ফাঁদ, মহাসড়কে ধারালো লোহার পাতে বিকল যানবাহন   কাশিপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত,পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ   বদলীর চাদরে ঢাকা পড়েছে মামুন মাহমুদের দুর্নীতি   বরিশালে দানবীর হাজী মহসিন’র নাম সরিয়ে ‌‌‍‌‌”ডিসি মার্কেট‌”, জনমনে ক্ষোভ   বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র ইফতার মাহফিল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী   ঢাকায় দেড় মিনিটের কিলিং মিশন,দুইজন খুন!!   বরিশাল মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছে নার্সরা   শিক্ষার্থীদের ছুটি, বিদ্যালয়ে প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন   তিনদিন ঘুরেও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র সাথে দেখা করার সিডিউল মেলেনি এক তরুন বিজ্ঞানীর!!   মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি শিপু-সম্পাদক সুমন   চরমোনাই ওয়াজ শুনতে যাওয়ার পথে ট্রলার ডুবি,৩ মুসল্লির মৃত্যু!!   বরিশালে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিরূদ্দেশ হওয়া দুই কিশোরীর   ‘যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নিই’-মুসকান খান   মেহেন্দিগঞ্জে ভোটের মাঠে ফের সন্ত্রাস, ধানের শীষ প্রার্থীর ভাই আহত   বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চালু হলো ৪ জটিল রোগের বহিঃবিভাগ   বিএমএসএফ অফিসে হামলা ও সাংবাদিক লোকমান’র হাজতবাস’র ঘটনায় প্রতিবাদ সভার আহবান   বরিশালে কাঠ মিস্ত্রি দিপু হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন   সাংবাদিকদের জাতীয় পরিষদ গঠন, অত:পর সন্ত্রাসী হামলা!!!