গয়নায় নারীদের রুপালি ঝলক - বরিশাল পিপলস
রাত ৮:৪১ ; বৃহস্পতিবার ; ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×




গয়নায় নারীদের রুপালি ঝলক

বরিশাল পিপলস
১০:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

জেরিন তাসনিম খান : রুপালি গয়নার নকশায় ভিন্নতা। মডেল: মাহিরুপালি গয়নার নকশায় ভিন্নতা। মডেল: মাহিকয়েক বছর ধরেই গয়নার ফ্যাশনে রুপালি গয়না পরার চল দেখা যায়। তবে এই বছর ২০১৯-এ এসে রুপালি গয়না পরার ট্রেন্ড ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। শুধু নিত্যপ্রয়োজনেই নয়, বিভিন্ন উৎসব-পার্বণ, এমনকি নতুন কনেকেও সাজতে দেখা যায় রুপালি গয়নায়। সময় বদলানোর সঙ্গে সঙ্গে ফ্যাশনের ধরনও বদলায়। মানুষ এখন সবকিছুতেই বৈচিত্র্য খোঁজে। সোনার গয়নার বিকল্প হিসেবে মানুষ এমন গয়না খুঁজছিল, যা একই সঙ্গে আনবে আভিজাত্য ও নান্দনিকতার ছোঁয়া। গয়নায় বৈচিত্র্য আনতে তাই সোনার গয়নার পাশাপাশি জনপ্রিয় হয়ে ওঠে এই রুপালি গয়না। রুপা দিয়ে সরাসরি গয়না বানানোটা একটু ব্যয়বহুল। তাই সব ধরনের মানুষের সাধ্যের কথা চিন্তা করে মেটালের ওপর রুপালি রঙের প্রলেপ দিয়ে গয়না বানানো শুরু করেন অনেক উদ্যোক্তা। ফেসবুকের কল্যাণে সৃজনশীল নকশার এসব গয়না খুব দ্রুতই পৌঁছে যায় মানুষের কাছে।
মডেল: সাফা কবিরমেটালের গয়না, তবে তার ওপর রুপার প্রলেপের কারণে তা একদম রুপার গয়নার মতোই লাগে। রুপালি এসব গয়নায় এখন অনেক বৈচিত্র্য। তাই এর প্রীতি আসলে কখনোই ফুরানোর নয়। আরও মজার ব্যাপার হলো, এখন অনেক হবু বউকে দেখছি, তাঁরা রুপালি গয়নায় বউ সাজতে চান। শুধু এই ধরনের গয়না পরার জন্য তাঁরা অর্ডার দিয়ে বেনারসি শাড়ি বানাচ্ছেন, যাতে থাকবে রুপার জরির কাজ, যাতে গয়নার সঙ্গে শাড়িতে আসে সামঞ্জস্য। এসব গয়নায় নিজের পছন্দের রং দিয়ে মিনাকারি বা কুন্দন পাথর অথবা মুক্তার ব্যবহারেও করছেন অনেকে। এ সবকিছু মিলিয়েই ২০১৯ সালে সবার গয়নার সংগ্রহে রুপািল গয়না একটা আলাদা জায়গা দখল করে নেয়।

মডেল: নাবিলাএ বছর গয়নায় আরেকটি বিষয় নতুনভাবে লক্ষ করা যায়। তা হলো গয়নার সঙ্গে কাঁচা ফুলের ব্যবহার। শুধু যে হলুদের বউ কাঁচা ফুলের গয়না পরবেন অথবা বিয়ের দিনে বউ খোঁপায় কাঁচা ফুল ব্যবহার করবেন, তা কিন্তু এখন আর দেখা যায় না। সোনালি অথবা রুপালি মেটালের গয়নার ওপর কাঁচা ফুল বসিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন মেয়েরা। এই কারণেই বিগত কয়েক বছরের চেয়ে এই বছর
ধাতব গয়নার সঙ্গে কাঁচা ফুলের ব্যবহার দেখা গেছে এবছর। মডেল: িপ্রয়ামমেটাল গয়নার চাহিদা অনেক গুণে বেড়ে গেছে। আজকাল সবাই চায় নিজেকে ইউনিকভাবে উপস্থাপন করতে। এ জন্য সবাই যেমন নিজেদের পোশাকের দিকে নজর রাখছে তার চেয়েও বেশি খেয়াল রাখছে গয়নার দিকে। সোনার গয়না কাস্টমাইজ করা অনেক সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এদিকে পোশাকের সঙ্গে
মিল রেখে মেটাল দিয়ে খুব সহজেই তৈরি করা যায় কাস্টমাইজড গয়না, খরচটাও অনেক কম। এই ধরনের গয়নায় যে নান্দনিকতা আসে, তা সত্যিই অসাধারণ। আর এ জন্য প্রশংসা কুড়াচ্ছে মেটালে গয়না।কনের সাজে দেখা গেছে রুপালি গয়না পরার চল। মডেল: চাঁদনী, গয়না: রঙ্গবতী ছবি: নকশা

জেরিন তাসনিম খান
স্বত্বাধিকারী, সিক্স ইয়ার্ডস স্টোরি

আন্তর্জাতিক, বিনোদন, লাইফ স্টাইল, লিড নিউজ




আপনার মতামত লিখুন :




এই বিভাগের আরো সংবাদ




আমাদের ফেসবুক পেজ

সম্পাদক ও প্রকাশক: মাসুদ রানা
ব্যবস্পাপনা সম্পাদক: কামাল সরদার (মুন্না)

ঠিকানা: জাহানারা মঞ্জিল, কবি নজরুল ইসলাম

সড়ক, নথুল্লাবাদ ( বাস-টার্মিনাল’র দক্ষিনপাশে) বরিশাল।
মোবাইলঃ 01718666126
ই-মেইলঃ masud.journalsit24@gmail.com

ই-মেইল: barisalpeoples@gmail.com
টপ
  বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ, প্রতারক চক্রের সদস্য কাজী কারাগারে   বিজয়ের পথে শেখ হাসিনা, পরাজিত হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি..!!!   নাশকতার নতুন ফাঁদ, মহাসড়কে ধারালো লোহার পাতে বিকল যানবাহন   কাশিপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত,পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ   বদলীর চাদরে ঢাকা পড়েছে মামুন মাহমুদের দুর্নীতি   বরিশালে দানবীর হাজী মহসিন’র নাম সরিয়ে ‌‌‍‌‌”ডিসি মার্কেট‌”, জনমনে ক্ষোভ   বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র ইফতার মাহফিল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী   ঢাকায় দেড় মিনিটের কিলিং মিশন,দুইজন খুন!!   বরিশাল মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছে নার্সরা   শিক্ষার্থীদের ছুটি, বিদ্যালয়ে প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন   তিনদিন ঘুরেও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র সাথে দেখা করার সিডিউল মেলেনি এক তরুন বিজ্ঞানীর!!   মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি শিপু-সম্পাদক সুমন   চরমোনাই ওয়াজ শুনতে যাওয়ার পথে ট্রলার ডুবি,৩ মুসল্লির মৃত্যু!!   বরিশালে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিরূদ্দেশ হওয়া দুই কিশোরীর   ‘যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নিই’-মুসকান খান   মেহেন্দিগঞ্জে ভোটের মাঠে ফের সন্ত্রাস, ধানের শীষ প্রার্থীর ভাই আহত   বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চালু হলো ৪ জটিল রোগের বহিঃবিভাগ   বিএমএসএফ অফিসে হামলা ও সাংবাদিক লোকমান’র হাজতবাস’র ঘটনায় প্রতিবাদ সভার আহবান   বরিশালে কাঠ মিস্ত্রি দিপু হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন   সাংবাদিকদের জাতীয় পরিষদ গঠন, অত:পর সন্ত্রাসী হামলা!!!