বরিশালে দানবীর হাজী মহসিন'র নাম সরিয়ে ‌‌‍‌‌"ডিসি মার্কেট‌", জনমনে ক্ষোভ - বরিশাল পিপলস
সকাল ৮:৩১ ; শনিবার ; ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×




বরিশালে দানবীর হাজী মহসিন’র নাম সরিয়ে ‌‌‍‌‌”ডিসি মার্কেট‌”, জনমনে ক্ষোভ

বরিশাল পিপলস
৬:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর লঞ্চঘাট লাঘোয়া সরকারি খাস জমিতে নির্মিত হওয়া হাজী মো: মহসিন হকার্স মার্কেটের নাম পাল্টিয়ে ডিসি মার্কেট নাম করন করায় স্থানীয় সাধারণ মানুষ, সুশীল সমাজ ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। একইসাথে ওই ব্যবসায়ীদের ভেতর উচ্ছেদ আতংক বিরাজ করছে। তবে হঠাৎ করে ঊনবিংশ শতাব্দীতে বাংলার আধুনিক শিক্ষা অর্জনের সুযোগ করে দেওয়া একজন প্রখ্যাত মুসলিম উদার, জ্ঞানী ও দানশীলতার জন্য দানবীর খেতাব পাওয়া হাজী মুহাম্মদ মহসিনের নাম বাদ দিয়ে কেন? ডিসি মার্কেট নাম করন করা হয়েছে তার কোন সঠিক ব্যাখ্যা দেয়নি বরিশাল জেলা প্রশাসন দপ্তর। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারি কমিশনার বলেন, হাজী মুহাম্মদ মহসিন’র জমি দান করেননি মার্কেটের জমি জেলা প্রশাসন দপ্তরের। তাই তার নাম বাদ দিয়ে ‘ডিসি মার্কেট’ নাম করন করা হয়েছে। সরেজমিনে জানা যায়, ১৯৮১-৮২সালে নগরীর লাঞ্চঘাটের সাথে থাকা জেলা প্রশাসনের সম্পত্তি হকারদের নিদিষ্ট স্থানে ব্যবসা বাণিজ্য করার জন্য ১৩৮ জনকে লিজ দেয়। ১৯৮৩ সালের ১৩ই ফেব্রæয়ারী তৎকালীন জেলা প্রশাসক এম এ বারী স্থানীয় সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে উপমহাদেশের দানবীরখ্যাত “বরিশাল হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেট” নাম করন করে উদ্ভোধন করেন। সেই থেকে এই মার্কেটটি বরিশালসহ সর্বত্র হাজী মোহাম্মদ মহসিন মার্কেট নামে পরিচিতি লাভ করে। এই নামের সাথে এখন বরিশালের একটি ঐতিহ্য ধারন করে বলা চলে। গেল মঙ্গলবার হঠাৎ করে বরিশাল ভূমি অফিস থেকে কর্মচারীরা এসে সাইনবোর্ড নামিয়ে “ডিসি মার্কেট” নাম দিয়ে সাইন বোর্ড ঝুলিয়ে দেন। এরপর থেকে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজী মোহাম্মদ নাম বহাল রাখার দাবি জানান। পাশাপাশি সেখানকার ব্যবসায়ীরা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে গিয়ে নাম পরিবর্তনের বিষয়ে প্রতিবাদ করেন। মার্কেটের সভাপতি রফিকুল ইসলাম ও পুরাতন ব্যবসায়ী শেখ আবুল হাসেম জানান, ‘ডিসি মার্কেট’ নাম দিয়ে শুধু বরিশালের ঐতিহ্য নষ্ট করা হয়নি, সাথে হকারদের রক্ত ও শ্রমের ঘামে তৈরি হওয়া মার্কেটের জমি থেকে আমাদের উচ্ছেদ করার পরিকল্পনা নেওয়া হতে পারে বলে আমরা আশংকা করছি। এ বিষয়ে বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচী শিল্পি গোষ্ঠীর সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি সাইফুর রহমান মিরন জানান, উপমহাদেশের একজন প্রখ্যাত ব্যক্তি হাজী মুহাম্মদ মহসিন। তার অবদানের কথা বলে শেষ করার মতো নয়। কোন ধরনের পরিপত্র ছাড়া সেই ব্যক্তির নাম পরিবর্তন করে ডিসি মার্কেট করা নাম করা হলো আমি এর প্রতিবাদ করছি এবং আশাকরি কর্তৃপক্ষ পূর্বের নাম বহাল রাখবেন। এবিষয়ে বরিশাল’র সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানিয়েছেন, হাজী মো: মহসিন মার্কেট’র পুরো জমি বরিশাল জেলা প্রশাসনের ১নং খাস জমি। ব্যবসায়ীরা লীজ নেওয়ার পরে দেদারছে বিক্রি ও মর্গেজ রেখে ব্যাংক লোন নিয়েছে। যার দরুন জমিটি বেহাত হতে চলছে। তাই প্রকৃত ব্যবসায়ীদের নতুন করে লিজ দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। তবে নাম পরিবর্তনের বিষয়ে উপরস্থ কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।

আইন-আদালত, আন্তর্জাতিক, বরিশাল, রাজনীতি, লিড নিউজ




আপনার মতামত লিখুন :




এই বিভাগের আরো সংবাদ




আমাদের ফেসবুক পেজ

সম্পাদক ও প্রকাশক: মাসুদ রানা
ব্যবস্পাপনা সম্পাদক: কামাল সরদার (মুন্না)

ঠিকানা: জাহানারা মঞ্জিল, কবি নজরুল ইসলাম

সড়ক, নথুল্লাবাদ ( বাস-টার্মিনাল’র দক্ষিনপাশে) বরিশাল।
মোবাইলঃ 01718666126
ই-মেইলঃ masud.journalsit24@gmail.com

ই-মেইল: barisalpeoples@gmail.com
টপ
  বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ, প্রতারক চক্রের সদস্য কাজী কারাগারে   বিজয়ের পথে শেখ হাসিনা, পরাজিত হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি..!!!   নাশকতার নতুন ফাঁদ, মহাসড়কে ধারালো লোহার পাতে বিকল যানবাহন   কাশিপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত,পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ   বদলীর চাদরে ঢাকা পড়েছে মামুন মাহমুদের দুর্নীতি   বরিশালে দানবীর হাজী মহসিন’র নাম সরিয়ে ‌‌‍‌‌”ডিসি মার্কেট‌”, জনমনে ক্ষোভ   বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র ইফতার মাহফিল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী   ঢাকায় দেড় মিনিটের কিলিং মিশন,দুইজন খুন!!   বরিশাল মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছে নার্সরা   শিক্ষার্থীদের ছুটি, বিদ্যালয়ে প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন   তিনদিন ঘুরেও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র সাথে দেখা করার সিডিউল মেলেনি এক তরুন বিজ্ঞানীর!!   মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি শিপু-সম্পাদক সুমন   চরমোনাই ওয়াজ শুনতে যাওয়ার পথে ট্রলার ডুবি,৩ মুসল্লির মৃত্যু!!   বরিশালে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিরূদ্দেশ হওয়া দুই কিশোরীর   ‘যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নিই’-মুসকান খান   মেহেন্দিগঞ্জে ভোটের মাঠে ফের সন্ত্রাস, ধানের শীষ প্রার্থীর ভাই আহত   বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চালু হলো ৪ জটিল রোগের বহিঃবিভাগ   বিএমএসএফ অফিসে হামলা ও সাংবাদিক লোকমান’র হাজতবাস’র ঘটনায় প্রতিবাদ সভার আহবান   বরিশালে কাঠ মিস্ত্রি দিপু হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন   সাংবাদিকদের জাতীয় পরিষদ গঠন, অত:পর সন্ত্রাসী হামলা!!!