বেঁ‌চে আ‌ছে? না শেষকৃত‌্য হ‌য়ে‌ছে কি‌মের ? - বরিশাল পিপলস
রাত ১২:৫৪ ; শনিবার ; ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×




বেঁ‌চে আ‌ছে? না শেষকৃত‌্য হ‌য়ে‌ছে কি‌মের ?

বরিশাল পিপলস
৮:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

 মো. রাজু লস্কর।। বেঁ‌চে আ‌ছে ক‌িম? না অল‌রে‌ডি, শেষকৃত‌্য হ‌য়ে‌ছে কি‌মের ? নাক‌ি জী‌বিত আ‌ছেন? হ‌্যাঁ আ‌মি উত্তর কো‌রিয়ার জ্যেষ্ঠ নেতা ক‌িম জং উ‌নের কথা বল‌ছি।

আ‌মি পৃ‌থিবী খ‌্যাত স্বৈরাচারী শাসক ক‌ি‌মের কথা বল‌ছি। কোন ক‌োন মিডিয়া কিম জং উন‌কে ই‌তিম‌ধ্যে মে‌রেই ফে‌লেছ‌ে । এ রহস‌্য উদঘাটন কর‌তে পত্র-প‌ত্রিকা ঘে‌টে আজ‌কের আ‌য়োজন। হংকং‌য়ের একট‌ি চ‌্যা‌নেল দা‌বি কর‌ছে‌, মারা গে‌ছেন ক‌িম। আবার উ‌ল্টো সুর গেয়ে দক্ষ‌িন ক‌োর‌িয়ার একট‌ি ও‌য়েব প‌োর্টাল জানায়, খবরট‌ি মিথ‌্যা । কিম ভাল আ‌ছেন। কিম মারা গে‌ছেন ? না জী‌বিত আ‌ছেন ? এ প্রশ্ন ন‌ি‌য়ে মত‌বি‌রোধ থাক‌লেও ,চিনা চ‌ি‌কিৎসক একট‌ি দল প‌য়িংইয়ং গ‌ি‌য়ে‌ছে এখবর মি‌ডিয়ায় গ্রহন‌যোগ‌্যতা পে‌য়ে‌ছে। কেন গ‌ি‌য়ে‌ছে তারা? উত্তর স্মরুপ আমরা রেফা‌রেন্স দি‌তে পা‌রি দক্ষ‌িন কো‌রিয়ান এক‌টি ও‌য়েব পোর্টাল কে । সেখা‌নে লেখা হ‌য়ে‌ছে, হৃদয‌ন্ত্রের অস্ত্রোপচা‌রের পর সঙ্কটজনক অবস্থায় ,একট‌ি রিসর্টে চিক‌িৎসারত আ‌ছেন ক‌িম। সত‌্যতা যাচাই ক‌র‌তে গ‌িয়ে ,মার্কিন উপগ্রহের একট‌ি চি‌ত্র দেখা যায় ‌মি‌ডিয়ায় , য‌েখা‌নে দ‌েখা‌নো হয় ২৫০ মিটার এক‌টি লম্বা ট্রেন । গত ২১এপ্রিল র‌িসর্ট শহ‌র উনসা‌নে ল‌িডার শ‌িপ স্টেশ‌নে প‌ৌঁছায়। এমন তথ‌্য দ‌ি‌য়ে‌ উত্তর কো‌রিয়ার নজরদা‌রি‌তে তৈ‌রি ৩৮ নর্থ না‌মের মার্কিন ও‌য়েবসাই‌টে শ‌নিবার তথ‌্য প্রকাশ করা হয়। তাই ধারনা করা হয় এখা‌নেই তি‌নি জী‌বিত অথবা মৃত র‌য়েছেন। পৃথিবী জু‌ড়ে কিম‌কে ন‌ি‌য়ে এত আ‌লোচনা সমা‌লোচনা কেন ? এ প্রশ্নের উত্তর খুঁজ‌তে গ‌ি‌য়ে বে‌রি‌য়ে আসে চমকপ্রদ তথ‌্য । তার দে‌শে‌ কোন ক‌রোনা রোগী নেই। এমনটাই দা‌বি তা‌দের । একজন ব‌্যবসায়ী আক্রান্ত হ‌লে তা‌কে কোয়া‌রেন্টাই‌নে থাক‌তে বলা হয়। সে নিয়ম না মান‌লে তা‌কে গু‌লি ক‌রে হত‌্যা করা হয়। এমন তথ‌্য মিড‌িয়ায় ছ‌ড়ি‌য়ে প‌রে। এছাড়া অ‌া‌রো ছ‌ড়ি‌য়ে প‌রে , তার চু‌লের অদ্ভূত কার্টিং , যে কার্টিং তার পর‌িবার ছাড়া ওই দে‌শে অন‌্য কেউ দ‌ি‌লে শাস্ত‌ি পে‌তে হ‌য়। পৃ‌থিবী জু‌ড়ে ক‌রোনা আতং‌কের মা‌ঝেও সে জাপান সাগ‌রে ৬ট‌ি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চা‌লি‌য়ে‌ছে। প্রায় পৃ‌থিবী থে‌কে ব‌িচ্ছিন্ন উত্তর কোর‌িয়ার এ জ্যেষ্ঠ নেতার জন্ম ০৮জানুয়ারী ১৯৮৪ খ্রি.। তার বাবা কিম জং ইল। তার দাদা কিম ইল সাং। ত‌িনি ১৭ ড‌ি‌সেম্বর ২০১১ খ্রি. উত্তর কো‌রিয়ার সর্বোচ্চ ন‌েতা হন। বর্তমা‌নে তি‌নি পৃ‌থিবীর সর্ব ক‌ণিষ্ঠ রাষ্ট্রপ্রধান। ধ‌র্মের দ‌িক দ‌ি‌য়ে ত‌িনি না‌স্তিক। তার সন্তা‌নের নাম কিম জু এ (সূত্র- উই‌কি‌পি‌ডিয়া)। ১৫ এপ্রিল কি‌মের দাদু দ্ব‌িতীয় কিম সাং‌য়ের জন্মবার্ষিকী অনুষ্ঠা‌নে ক‌িম জং উ‌নের অনুপ‌স্থিতিতে তা‌কে ন‌ি‌য়ে জল্পনা কল্পানার শুরু হয়। ত‌বে আবার অ‌নেক মি‌ডিয়ায় প্রচার করা হয় , ক‌রোনা থে‌কে বাঁচতেই কি‌মের এমন কৌশল। এদ‌ি‌কে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে কিম‌ের মৃত ছ‌বি ভাইরাল হ‌য়েছে‌ । ত‌বে এট‌ি‌ কি‌মের ছ‌বি না । এসব গুজব ব‌লে‌ মিড‌‌িয়ায় প্রচার করা হয়। ত‌বে উত্তর কো‌রিয়ার সংবাদ মাধ‌্যম এ বিষ‌য়ে এখন পর্যন্ত কোন তথ‌্য প্রকাশ ক‌রে‌নি। তাই ধোঁয়াশাই থে‌কে যায় কিম জং উন জী‌বিত না , মৃত। (‌লেখক:-গণমাধ‌্যম কর্মী)

আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, রাজনীতি, লিড নিউজ




আপনার মতামত লিখুন :




এই বিভাগের আরো সংবাদ




আমাদের ফেসবুক পেজ

সম্পাদক ও প্রকাশক: মাসুদ রানা
ব্যবস্পাপনা সম্পাদক: কামাল সরদার (মুন্না)

ঠিকানা: জাহানারা মঞ্জিল, কবি নজরুল ইসলাম

সড়ক, নথুল্লাবাদ ( বাস-টার্মিনাল’র দক্ষিনপাশে) বরিশাল।
মোবাইলঃ 01718666126
ই-মেইলঃ masud.journalsit24@gmail.com

ই-মেইল: barisalpeoples@gmail.com
টপ
  বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ, প্রতারক চক্রের সদস্য কাজী কারাগারে   বিজয়ের পথে শেখ হাসিনা, পরাজিত হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি..!!!   নাশকতার নতুন ফাঁদ, মহাসড়কে ধারালো লোহার পাতে বিকল যানবাহন   কাশিপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত,পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ   বদলীর চাদরে ঢাকা পড়েছে মামুন মাহমুদের দুর্নীতি   বরিশালে দানবীর হাজী মহসিন’র নাম সরিয়ে ‌‌‍‌‌”ডিসি মার্কেট‌”, জনমনে ক্ষোভ   বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র ইফতার মাহফিল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী   ঢাকায় দেড় মিনিটের কিলিং মিশন,দুইজন খুন!!   বরিশাল মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছে নার্সরা   শিক্ষার্থীদের ছুটি, বিদ্যালয়ে প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন   তিনদিন ঘুরেও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র সাথে দেখা করার সিডিউল মেলেনি এক তরুন বিজ্ঞানীর!!   মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি শিপু-সম্পাদক সুমন   চরমোনাই ওয়াজ শুনতে যাওয়ার পথে ট্রলার ডুবি,৩ মুসল্লির মৃত্যু!!   বরিশালে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিরূদ্দেশ হওয়া দুই কিশোরীর   ‘যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নিই’-মুসকান খান   মেহেন্দিগঞ্জে ভোটের মাঠে ফের সন্ত্রাস, ধানের শীষ প্রার্থীর ভাই আহত   বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চালু হলো ৪ জটিল রোগের বহিঃবিভাগ   বিএমএসএফ অফিসে হামলা ও সাংবাদিক লোকমান’র হাজতবাস’র ঘটনায় প্রতিবাদ সভার আহবান   বরিশালে কাঠ মিস্ত্রি দিপু হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন   সাংবাদিকদের জাতীয় পরিষদ গঠন, অত:পর সন্ত্রাসী হামলা!!!