গরীবের চিকিৎসার ভরসাস্থল ময়মনসিংহ রাজধানী প্রাইভেট হাসপাতাল - বরিশাল পিপলস
দুপুর ১২:৫৪ ; বৃহস্পতিবার ; ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×




গরীবের চিকিৎসার ভরসাস্থল ময়মনসিংহ রাজধানী প্রাইভেট হাসপাতাল

বরিশাল পিপলস
২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

রিপোর্ট-বরিশাল পিপলস : ময়মনসিংহে চিকিৎসায় আস্থাস্থল রাজধানী প্রাইভেট হাসপাতাল নিজস্ব প্রতিবেদক প্রাইভেট হাসপাতালে চিকিৎসায় গাফিলতি, অতিরিক্ত বিল, অর্থলোলুপ , অমানবিক আচরণ। জনমানসে এগুলোই আজকাল পরিচিত শব্দবন্ধ যেগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে প্রাইভেট হাসপাতালগুলির ক্ষেত্রে। দেশে প্রাইভেট হাসপাতাল সম্পর্কে রোগীস্বার্থ, সমাজসেবা ইত্যাদির গল্প বড় একটা শোনা যায় না। সেই আখ্যানেই অবশ্য উলটপুরান, এবং তা খাস ময়মনসিংহ শহরে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পঞ্চান্ন বছর বয়সী নুরেসা বেগমকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিয়ে এবং তার পরবর্তী চিকিৎসা ব্যয় নিজের কাঁধে তুলে নিয়ে এ ব্যাপারে নজির গড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী রাজধানী প্রাইভেট হাসপাতাল। শুধু এই নারী-ই নন, অসংখ্য হত দরিদ্র রোগী ফ্রিতে এবং পঞ্চাশ ভাগ ডিস্কাউন্টে চিকিৎসা সেবা পেয়েছেন, ময়মনসিংহের রাজধানী প্রাইভেট হাসপাতালে। স্বাস্থ্যমহলের আশা, এসব ঘটনা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ফেরাতেই শুধু সাহায্য করবে না, উজ্জ্বল করবে প্রাইভেট হাসপাতাল সম্পর্ক আমজনতার চিরাচরিত ধারণাও। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু’’— কালজয়ী এ গানে মনুষ্যত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু পুঁজিবাদী এ সমাজ ব্যবস্থায় সবাই যখন আত্মকেন্দ্রীক তখন প্রখ্যাত শিল্পী ভুপেন হাজারিকার গাওয়া এ গানের আবেদন ক` জনের কাছেই বা গুরুত্ব পায়। তবে সমাজের অবহেলিত মানুষের কথা ভেবে সবাই যে নিজেকে গুটিয়ে রাখবে তা তো নয়। সমাজে এখনও কিছু প্রতিষ্ঠান আছে, যেসব প্রতিষ্ঠানের কর্ণধারগণ নীরবে-নিভৃতে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যান। ঠিক তেমনি একজন রাজধানী প্রাইভেট হাসপাতালের পরিচালক আরিফুল ইসলাম । যিনি সেচ্ছায় শ্রম দিতে এসে রাজধানী প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠা করে নিজেকে বিলিয়ে দিয়েছেন চিকিৎসাসেবায়। অসহায় গরীব, দুস্থ ও ছিন্নমূল মনেুষের, শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন লোভ লালসার ঊর্ধ্বে উঠে। রাজধানী প্রাইভেট হাসপাতালের পরিচালক সাদা মনের মানুষ আরিফুল আসলাম বলেন, দুস্থ মানুষের কথা তেমন কেউই ভাবে না। আমার সুযোগ আছে সেজন্য আমি কীভাবে তৃণমূলের দুস্থ মানুষগুলোকে সুস্থ রাখা যায় সেই চেষ্টাই করছি আমরা। রাজধানী প্রাইভেট হাসপাতালের মাধ্যমে ময়মনসিংহের সুবিধা বঞ্চিতদের চিকিৎসা দিয়ে আসছি নিয়মিতভাবে। ময়মনসিংহের সমাজ সচেতন মহল জানান, রাজধানী প্রাইভেট হাসপাতাল স্বাস্থ্য খাতে বেসরকারি অবদানের এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত। উন্নত সেবার জন্য সামাজিকভাবে অনেক স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি । ময়মনসিংহের মানুষ মনে করেন, সকল চিকিৎসায় মানুষের আস্থাস্থল রাজধানী প্রাইভেট হাসপাতালই সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আর দরিদ্র মানুষ এটিকেই তাদের শেষ আশ্রয়স্থল হিসেবেই দেখে। মানুষের আস্থা অন্য সব পুরস্কার বা স্বীকৃতির চেয়ে অনেক মূল্যবান।’

আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি




আপনার মতামত লিখুন :




এই বিভাগের আরো সংবাদ




আমাদের ফেসবুক পেজ

সম্পাদক ও প্রকাশক: মাসুদ রানা
ব্যবস্পাপনা সম্পাদক: কামাল সরদার (মুন্না)

ঠিকানা: জাহানারা মঞ্জিল, কবি নজরুল ইসলাম

সড়ক, নথুল্লাবাদ ( বাস-টার্মিনাল’র দক্ষিনপাশে) বরিশাল।
মোবাইলঃ 01718666126
ই-মেইলঃ masud.journalsit24@gmail.com

ই-মেইল: barisalpeoples@gmail.com
টপ
  বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ, প্রতারক চক্রের সদস্য কাজী কারাগারে   বিজয়ের পথে শেখ হাসিনা, পরাজিত হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি..!!!   নাশকতার নতুন ফাঁদ, মহাসড়কে ধারালো লোহার পাতে বিকল যানবাহন   কাশিপুরে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত,পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ   বদলীর চাদরে ঢাকা পড়েছে মামুন মাহমুদের দুর্নীতি   বরিশালে দানবীর হাজী মহসিন’র নাম সরিয়ে ‌‌‍‌‌”ডিসি মার্কেট‌”, জনমনে ক্ষোভ   বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র ইফতার মাহফিল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী   ঢাকায় দেড় মিনিটের কিলিং মিশন,দুইজন খুন!!   বরিশাল মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছে নার্সরা   শিক্ষার্থীদের ছুটি, বিদ্যালয়ে প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন   তিনদিন ঘুরেও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র সাথে দেখা করার সিডিউল মেলেনি এক তরুন বিজ্ঞানীর!!   মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি শিপু-সম্পাদক সুমন   চরমোনাই ওয়াজ শুনতে যাওয়ার পথে ট্রলার ডুবি,৩ মুসল্লির মৃত্যু!!   বরিশালে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিরূদ্দেশ হওয়া দুই কিশোরীর   ‘যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নিই’-মুসকান খান   মেহেন্দিগঞ্জে ভোটের মাঠে ফের সন্ত্রাস, ধানের শীষ প্রার্থীর ভাই আহত   বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চালু হলো ৪ জটিল রোগের বহিঃবিভাগ   বিএমএসএফ অফিসে হামলা ও সাংবাদিক লোকমান’র হাজতবাস’র ঘটনায় প্রতিবাদ সভার আহবান   বরিশালে কাঠ মিস্ত্রি দিপু হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন   সাংবাদিকদের জাতীয় পরিষদ গঠন, অত:পর সন্ত্রাসী হামলা!!!